মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 18, 2025 9:04 PM

printer

দুর্গাপুরে আজ বিজেপির আয়োজিত সভায়, ভাষণে প্রধানমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন

কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ সমস্যার সঙ্গে কোনোরকম আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়েছেন। যারা ভারতের নাগরিক নন, অবৈধভাবে এদেশে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ  গ্রহণ করার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। দুর্গাপুরে আজ ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় সংকল্প সভায় নিজের ভাষণে প্রধানমন্ত্রী অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন।

শ্রী মোদী আরও বলেন,  বিজেপি এক সমৃদ্ধ ও বিকশিত পশ্চিমবঙ্গ বানাতে চায়। দেশের প্রথম শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বি সি রায়, দ্বারকানাথ ঠাকুর, স্যার বীরেন মুখার্জী প্রত্যেককেই সংস্কারক হিসাবে বর্ণনা করে তিনি বলেন, তাঁদের উদ্যোগে এক সময় গোটা দেশের মানুষ কাজের জন্য এখানে আসতেন, কিন্তু এখন ছোট ছোট কাজের জন্য এখানকার মানুষকে বাইরে যেতে হয়।

পশ্চিমবঙ্গ এক সময়ে শিল্পক্ষেত্রে সামনের সারিতে থাকলেও অপশাসনের কারণে রাজ্যের যুবক যুবতীদের ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে বলে মন্তব্য করে শ্রী মোদী বলেন, রাজ্যে  একের পর এক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। তবে এই পরিস্থিতি থেকে রাজ্য বেরিয়ে আসতে চায় এবং সমগ্র বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এরাজ্যেও প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত প্রয়োজন বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন। তিনি বলেন, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে এবং এটি প্রেরণা ও পরম্পরার ঐতিহ্য বজায় রাখে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যে সিন্ডিকেটরাজ চলছে। সুরক্ষার অভাবে বিনিয়োগকারীরা এরাজ্য ছেড়ে চলে গেছে। প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা সব ক্ষেত্রেই দুর্নীতি ও অপরাধ থাকায় শিক্ষা ক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। 

রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে উন্নয়নের পথে প্রধান অন্তরায় বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের পাশাপাশি বিকশিত বাংলা গঠনের জন্য এই সরকারের অপসারণ প্রয়োজন। তিনি দাবি করেন, প্রতি ঘরে পানীয় জল, পাকা বাড়ি, আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা, ওড়িশা আসনের মতো প্রতিবেশী রাজ্যগুলি উল্লেখযোগ্য সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এখনো ওইসব প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত। গরিব মানুষ থেকে আদিবাসী সকলকেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বঞ্চনার শিকার হচ্ছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সাম্প্রতিক হিংসা,আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকেকপ্রধানমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বেহাল অবস্থার নজির হিসেবে তুলে ধরেন। তৃণমূল কংগ্রেস তাদের নেতাকর্মীদের দুর্নীতি ও অত্যাচারের ছাড়পত্র দিয়ে

রেখেছে বলে দাবি করেন তিনি। এই অবস্থার পরিবর্তনের জন্য  আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সরকার গঠনের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে আহ্বান জানান। 

এর আগে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতারা সুশাসনের স্বার্থে রাজ্যে পরিবর্তনের ডাক দেন। পশ্চিম বর্ধমানের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা এমনকি প্রতিবেশী ঝাড়খন্ড বিহার থেকেও বিজেপি সমর্থকরা আজ প্রধানমন্ত্রীর সভায় তার ভাষণ শুনতে ভিড় জমান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন