দু‘বারের অলিম্পিক পদকজয়ী পি.ভি. সিন্ধু, লক্ষ্য সেন এবং পুরুষদের ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি, আজ টোকিওতে জাপান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করতে চলেছেন। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা সাত্বিক এবং চিরাগ আজ প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার কাং মিন হিউক এবং কি ডং জু-এর মুখোমুখি হবেন।
Site Admin | July 16, 2025 10:14 AM
দু’বারের অলিম্পিক পদকজয়ী পি.ভি. সিন্ধু, লক্ষ্য সেন এবং পুরুষদের ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি, আজ টোকিওতে জাপান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করতে চলেছেন।
