দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। কলকাতা ও সন্নিহিত এলাকায় তাঁর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে। জানা গেছে আজ রাতে দিল্লি থেকে বিএসএফের বিশেষ বিমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কলকাতায় পৌঁছবেন। বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে রাত্রিবাসের পর তিনি আগামীকাল কলকাতায় তিনটি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে শ্রী শাহ কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবেরটরির নতুন ভবনের উদ্বোধন করবেন। পরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত সম্মেলনে ভাষণ দেবেন। বিকেলে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় আয়োজিত অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা। ওই অনুষ্ঠানের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে রওনা হবেন দিল্লির উদ্দেশে।
Site Admin | May 31, 2025 3:55 PM
দুদিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন।
