দীর্ঘ কয়েক দশকের সংঘাতের অবসান ঘটাতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে কয়েক একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই চুক্তির ফলে দুটি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরিবহন রুট পুনরায় শুরু হবে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠবে। চুক্তির অংশ হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি ট্রানজিট করিডোর তৈরিতেও সহায়তা করবে, যার নাম হবে “আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির জন্য ট্রাম্প রুট”। আজারবাইজান এবং তার স্বায়ত্তশাসিত নাখচিভান ছিটমহলকে যুক্ত করবে এই করিডোর। আজারবাইজান এবং আর্মেনিয়া আশি এবং নব্বই এর দশকে নাগোর্নো-কারাবাখ নিয়ে সংঘাতে জড়িয়ে পরে। আজারবাইজানেরর মধ্যে এই অঞ্চলে আর্মেনিয়ানরা সংখ্যাগরিষ্ঠ।