দিল্লি মন্ত্রীসভা আজ জাতীয় রাজধানীতে সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম চালু করার জন্য ৯০০ কোটি টাকা অনুমোদন করেছে। মন্ত্রীসভা দিল্লিতে জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করার বিষয়টিতেও অনুমোদন দিয়েছে।
শিক্ষা মন্ত্রী আশিস সুদ সর্বাত্মক ডিজিটাল ক্লাসরুম সম্প্রসারণ পরিকল্পনার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেন এই পরিকল্পনার আওতায় দিল্লিতে ৭৫ টি মুখ্যমন্ত্রী শ্রী স্কুলে ২৪৪৬ টি স্মার্ট ব্ল্যাকবোর্ড দেওয়া হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য ১৮ হাজার ৯৬৬ টি অতিরিক্ত স্মার্ট ক্লাসরুম খোলার প্রস্তাব রয়েছে বলে তিনি জানিয়েছেন।