মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 16, 2025 6:49 PM

printer

দামোদর ভ্যালি কর্পোরেশন  – ডিভিসি তাদের বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ আজ আরও বাড়িয়েছে।

দামোদর ভ্যালি কর্পোরেশন  – ডিভিসি তাদের বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার পরিমাণ আজ আরও বাড়িয়েছে। এর ফলে রাজ্যের একাধিক জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে, বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ডিভিসি-র দাবি, ঝাড়খন্ড ও উচ্চ দামোদর অববাহিকায় নদীগুলোতে জলস্তর বাড়ার কারণেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে।

বর্তমানে পাঞ্চেত ড্যাম থেকে  ৩৭ হাজার কিউসেক এবং মাইথন থেকে ১৮ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। অর্থাৎ দুই বাঁধ মিলিয়ে মোট ৫৫ হাজার কিউসেক জল রাজ্যের দিকে আসছে। এই অতিরিক্ত জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার নদী ও খাল বিলের জলস্তর দ্রুত বাড়ছে। পাশাপাশি দামোদর অববাহিকার অন্যান্য এলাকাতেও নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে সেচ দপ্তরের পশ্চিমাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য বাস্তুকার আজ ইমেইলের মাধ্যমে চিঠি দিয়ে জল ছাড়ার ফলে রাজ্যের ক্ষয়ক্ষতির দায় ডিভিসিকে নিতে হবে বলে জানিয়ে দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।