দর্শণার্থীদের সুবিধার্থে মেট্রোরেল তাদের বিভিন্ন রুটে আজ থেকে তিনদিন ভোর রাত পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে। নবমী পর্যন্ত শহীদ ক্ষুদীরাম ও দক্ষিণেশ্বরের মধ্যে দুপুর একটা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ২৪৬ টি ট্রেন চালানো হবে। এই দিনগুলিতে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ অর্থাত্ গ্রীন লাইনে দুপুর দেড়টা থেকে ভোর চারটে ১৮ মিনিট পর্যন্ত আপ ও ডাউনে মোট ১৯২ টি, ইয়ালো লাইন অর্থাত্ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরের মধ্যে দুপুর তিনটে থেকে রাত ১০ টা ৫০ মিনিট পর্যন্ত ৬২ টি ট্রেন চলাচল করবে।
জোকা মাঝেরহাট রুটেও দুপুর তিনটে থেকে রাত ১০ টা ৫৫ মিনিট অবধি দশমী পর্যন্ত চলছে বিশেষ ট্রেন।