মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 18, 2025 11:59 AM

printer

দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপ এলাকাটি  ধীরে ধীরে পশ্চিম, উত্তর -পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

দক্ষিণ পশ্চিম বংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় বঙ্গে তৈরি নিম্নচাপ এলাকাটি  ধীরে ধীরে পশ্চিম, উত্তর -পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এরফলে রাজ্যের প্রায় সব জেলায় আজ ও আগামীকাল   বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ লাল সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত।  উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

 কলকাতা ও তার আশপাশের এলাকায় গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার ফলে  কমেছে তাপমাত্রার পারদ। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ দশমিক তিন ডিগ্রী কম।  আজ’ও সকাল থেকে আকাশ ঘন মেঘে ঢাকা। চলছে একটানা বৃষ্টি।

  এদিকে, দুর্যোগের জেরে দক্ষিণ ২৪ পরগণার নামখানা থেকে সুন্দরবনের দূরবর্তী দ্বীপাঞ্চলের সব ফেরী পরিষেবা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে চলছে মাইকিং।

দু মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ১৪’ই জুন ইলিশ ধরার জন্য সমুদ্রে পারি দিয়েছিল ট্রলারগুলি। কিন্তু আবহাওয়ার সতর্কবার্তার প্রেক্ষিতে ফিরতে হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা।