মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 25, 2025 12:18 PM

printer

দক্ষিণ কোরিয়া প্রয়োজনীয় প্রতিশ্রুতি পালন করতে সম্মত হলে, মার্কিন যুক্তরাষ্ট্র সোল-এর সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী।

দক্ষিণ কোরিয়া প্রয়োজনীয় প্রতিশ্রুতি পালন করতে সম্মত হলে, মার্কিন যুক্তরাষ্ট্র সোল-এর সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আগ্রহী। উভয় দেশ এখনো তাদের মতপার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলেছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জি নিউ এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প,  দক্ষিণ পূর্বের শহর জিয়ং জু-তে অ্যাপেক (APEC) শীর্ষ বৈঠকে মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার এই সফরে ৩১শে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত এই এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা- অ্যাপেক অনুষ্ঠিত হওয়ার কথা। মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে জাহাজ নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করতে ট্রাম্প প্রশাসন আগ্রহী।  তবে, লগ্নী প্রস্তাবে অর্থ জোগানোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য দূর না হওয়া পর্যন্ত বানিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়ার সম্ভাবনা।   

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।