দক্ষিণ কোরিয়ায় পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বিরোধী দল ডেমোক্র্যাটিক দলের প্রার্থী লি জে-মিয়ং। লি-কে অভিনন্দন জানিয়ে আজ সকালে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী তথা দক্ষিণ কোরিয়ার বর্তমান ও অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি কিম মুন সু। সরকারি ফলাফল ঘোষণার ভিত্তিতে জানা গিয়েছে, ৯৯ শতাংশের বেশি ব্যালট গণনার পর লি ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন লি জে-মিয়ং। এরপরই একটি ভাষণে কন্সারভেটিভ দলের নেতা কিম মু সু জনগণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এই নির্বাচনের ফলে দক্ষিণ কোরিয়ায় প্রায় ৬ মাস পর রাজনৈতিক স্থিতি ফিরতে পারে মনে করছে সংশ্লিষ্ট মহল।
প্রসঙ্গত, প্রাক্তন রাষ্ট্রপতি ইউন সুক ইওল এর আকস্মিক জারি করা সামরিক আইনের জেরে তাঁকে অপসারিত করে আগাম নির্বাচনের আহ্বান করা হয়। এর ৬ মাসের মধ্যেই নির্বাচনে জয় লাভ করলেন লি জে মিয়ং।