ত্রিস্তরীয় পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার আরও অত্যাধুনিক একটি অডিট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে চলেছে। স্মার্ট পঞ্চায়েত উদ্যোগের অধীন অডিট অনলাইন পোর্টালের মাধ্যমে এই ব্যবস্থা চালু হলে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের অডিটের কাজ আরও দ্রুততার সঙ্গে শেষ করতে পারবে। পাশাপাশি নজরদারির সুবিধায় কেন্দ্রীয় পোর্টালেও রাজ্যের যে কোন পঞ্চায়েতের একটি অর্থবছরের হিসেব-নিকেশের নথি এখানে সংরক্ষিত থাকবে। এই অনলাইন ব্যবস্থাপনা চালু হলে পঞ্চায়েতগুলিকে আর সরাসরি অডিটরদের কাছে গিয়ে নথি জমা দিতে হবে না। আর্থিক সুরক্ষার দিকে বাড়তি নজর দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যেই একটি মান্য কার্যবিধি প্রত্যেক জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওটিপি ছাড়া কোন আধিকারিক যেন পোর্টাল লগ ইন করতে না পারেন সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।