মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2025 7:17 PM

printer

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ গোমতী জেলার বান্দুয়ারে ৫১টি শক্তিপীঠের প্রতিরূপ সমন্বিত একটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং ভূমি পুজন সম্পন্ন করেছেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ গোমতী জেলার বান্দুয়ারে ৫১টি শক্তিপীঠের প্রতিরূপ সমন্বিত একটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং ভূমি পুজন সম্পন্ন করেছেন। এর ফলে, রাজ্যে ধর্মীয় উৎসাহীদের ভিড় বাড়বে এবং পর্যটনশিল্প প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সাহা বলেন, শ্রদ্ধেয় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির মাতাবাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কের অবস্থান ত্রিপুরার ধর্মীয় এবং আধ্যাত্মিক সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উপর জোর দিয়েছিলেন। তারই ফলস্বরূপ এই উদ্যোগ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

১৫ একর জুড়ে বিস্তৃত এই পার্কটিতে একটি ডিজিটাল জাদুঘর, অ্যাম্ফিথিয়েটার, আকাশ সেতু, পর্যাপ্ত যানবাহন পার্কিং ব্যবস্থা এবং দেশে নটরাজের সবচেয়ে উঁচু মূর্তিগুলির মধ্যে একটি রাখা থাকবে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন