তেসরা জুলাই থেকে শুরু হতে চলা বার্ষিক অমরনাথ যাত্রার জন্য চারপাশের এলাকা এবং যাত্রাপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় কেন্দ্র, আধা সামরিক জওয়ান মোতায়েন করতে চলেছে। সুষ্ঠু ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জম্মু-কাশ্মীর জুড়ে মোট ৫৮১ কোম্পানী আধাসামরিক জওয়ান কাজে লাগানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রক, ওই অঞ্চলে ইতিমধ্যেই মোতায়েন থাকা ১৫৬ কোম্পানী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে ব্যবহার করার জন্য জম্মু-কাশ্মীর প্রশাসন ও পুলিশকে ছাড়পত্র দিয়েছে। অমরনাথ গুহা মন্দিরের সুরক্ষা, তীর্থযাত্রীদের যাতায়াত এবং সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বজায় রাখার কাজ করবেন এই জওয়ানরা।