তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের প্রস্তাবিত ১৩০তম সংবিধান সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছেন। আজ এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এই বিলকে দেশের গণতন্ত্রের উপর প্রাণঘাতী আঘাত বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এই পদক্ষেপ আসলে ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো চিরতরে ধ্বংস করে দেবে।
বিরোধী রাজনৈতিক দলগুলিকে বিপাকে ফেলতেই বিজেপি সংবিধান সংশোধন করতে চাইছে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সরকার বিরোধীদের অন্ধকারে রেখে সংবিধান সংশোধনী পাশ করাতে চাইছে।