তৃণমূল কংগ্রেস, নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে প্রার্থী করা হয়েছে। আলিফা আগে জেলা পরিষদের সদস্য ছিলেন। বিধায়কের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়।
এদিকে, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আগামী সপ্তাহের মধ্যেই ওই বাহিনী রাজ্যে এসে পৌঁছবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এই উপনির্বাচন নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। উপনির্বাচনে প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করা হবে বলে কমিশন জানিয়েছে। কমিশন সূত্রে আরো জানা গেছে, এবার থেকে প্রতিটি কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ভোটারদের সাহায্য করতে সরকারি কাউন্টার চালু করা হবে। এর দায়িত্বে থাকবেন বুথ লেবেল অফিসাররা। কোনো ভোটারই মোবাইল নিয়ে বুথে ঢুকতে পারবেন না। ফোনটি ওই কাউন্টারে রেখে তাঁদের বুথে ঢুকতে হবে।
উল্লেখ্য, নদিয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমার কাজ শুরু হয়েছে । চলবে দোসরা জুন পর্যন্ত। তেসরা জুন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন- ৫ই জুন। ১৯শে জুন ভোট নেওয়া হবে, গণনা ২৩শে জুন।
জেলাশাসক, জেলা নির্বাচনী আধিকারিক এস অরুণপ্রসাদ গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, এই বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আদর্শ আচরণবিধি বলবত হয়েছে।