মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 12, 2025 11:20 AM

printer

তীব্র গরমের কারণে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হলেও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর

তীব্র গরমের কারণে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জনজীবন কার্যত বিপর্যস্ত হলেও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে জানানো হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া।

  দক্ষিণবঙ্গের জেলা-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কবার্তা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই উষ্ণ ও আর্দ্র অবস্থা বজায় থাকবে। তবে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু-একটি স্থানে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রয়েছে বজ্রপাতের সতর্কতাও।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।