মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 18, 2025 8:48 PM

printer

তিন দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন।

তিন দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন। এটাই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ক্রোয়েশিয়া সফর এই সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, ফ্রাঞ্জো তুডমান বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে ক্রোয়েশিয়ার শিশুরা নমস্কার জানিয়ে তাঁকে স্বাগত জানায়।  ক্রোয়েশিয়ার আধ্যাত্মিক ব্যক্তিদের একটি দল বৈদিক মন্ত্র উচ্চারণ করে এবং স্থানীয় নৃত্যশিল্পীরা কত্থক নৃত্য পরিবেশন করে। শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের  সাথে দেখা করেন। আজই তিনি  ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেনকোভিচের সঙ্গে তার সরকারি বাসভবন, বানস্কি ডভোরিতে একটি প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। উভয় নেতা সেন্ট মার্কস স্কোয়ারে একটি স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দ্বিপাক্ষিক আলোচনা-বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট জোরান মিলানোভিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বৈঠকে কৌশলগত সহযোগিতা এবং বহুপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। পড়ে প্রধানমন্ত্রী,  প্রেসিডেন্ট জোরান মিলানোভিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।