মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 4, 2025 10:55 AM

printer

তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন রেটিং এজেন্সি গুলির জন্য নীতি নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন রেটিং এজেন্সি গুলির জন্য নীতি নির্দেশিকা সংশোধনের প্রস্তাব করেছে। এই নিয়ে নীতি নির্দেশিকা জারি হয়েছিল ২০১৪ সালে। দেশে টেলিভিশন দর্শক পরিমাপের পরিমণ্ডলকে আরো আধুনিক এবং গণতান্ত্রিক করে তোলার লক্ষ্যে প্রস্তাবিত খসড়ায় মিডিয়া হাউজগুলির জন্য কিছু নিয়ন্ত্রণ মূলক ব্যবস্থা বিলোপ করা হয়েছে। বর্তমানে টিভি রেটিং দেওয়ার জন্য একমাত্র এজেন্সি হিসেবে রয়েছে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল- BARC। প্রস্তাবিত সংশোধনের লক্ষ্য হলো সুস্থ প্রতিযোগিতা কে উৎসাহিত করার জন্য একাধিক এজেন্সিকে ছাড়পত্র দেওয়া নতুন প্রযুক্তি নিয়ে আসা এবং আরো নির্ভরযোগ্য এবং প্রতিনিধিত্বমূলক ডেটা বিশেষত সম্পর্কিত টিভি প্লাটফর্ম গুলির জন্য প্রদান করা। দেশজুড়ে দর্শকদের বৈচিত্র্যপূর্ণ এবং উদ্ভূত মিডিয়া ব্যবহারের অভ্যাস প্রতিফলিত হয় এমন টিআরপি ব্যবস্থা নিশ্চিত করা এই প্রস্তাবিত সংস্কারের লক্ষ্য। প্রস্তাবিত এই ঘরটা জারির ৩০ দিনের মধ্যে মন্ত্রক, সংশ্লিষ্ট সকল পক্ষ এবং সাধারণ মানুষকে তাদের মতামত জানাতে বলেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন