May 3, 2025 9:18 PM

printer

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান দেশজুড়ে কমিউনিটি রেডিও গুলির কাজের প্রশংসা করেছেন।

মুম্বাইয়ে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সম্মেলন ওয়েভস এর তৃতীয় দিনে আজ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান ভারতের ক্রমবর্ধনশীল বিনোদন শিল্প, নতুন ডিজিটাল ট্রেন্ড, লাইভ ইভেন্ট ও অর্থনীতির অগ্রগতিতে তার প্রভাব সম্পর্কিত একটি শ্বেতপত্র প্রকাশ করেন।  

এই রিপোর্টে উল্লেখ করা হয়,  ভারতের সংগঠিত লাইভ ইভেন্টস প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার ফলে গত বছর ২০২৪ এ দেশের আয় বেড়েছে  ১৩ লক্ষ কোটি। ভারতের বৃহত্তর মিডিয়া ও বিনোদন শিল্পের ক্ষেত্রে এই বৃদ্ধিকে অন্যতম বলে মনে করা হচ্ছে। রিপোর্টে আরো বলা হয় যে, ২০৩০ সালের মধ্যে ভারত বিনোদনের গন্তব্য হিসেবে বিশ্বের প্রথম পাঁচের মধ্যে স্থান অর্জন করার লক্ষ্য নিয়েছে।

শ্রী মুরুগান আজ ওয়েভস এ মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে একটি পরিসংখ্যানগত হ্যান্ডবুকও প্রকাশ করেন। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু।

অন্যদিকে, আজ সম্মেলনের ‘কালচার ও কনসার্ট’ বিভাগে আজ মুম্বাইয়ের ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে লোক সঙ্গীতের উপর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হয়। ভারতের লোকসঙ্গীতের প্রথমসারির শিল্পীরা এই আলোচনায় অংশ নেন। ছিলেন গীতিকার ও সিবিএফসি মুখপাত্র প্রসুন জোশী, সঙ্গীত শিল্পী ও সুরকার পাপ্ন, ইলা অরুন প্রমুখ। ভারতের লোক সঙ্গীতের বিশাল বিচিত্র ও ঐতিহ্য নিয়ে কথা বলেন তাঁরা।

পাশাপাশি অন্য একটি অধিবেশনে ক্রিয়েটিভ হাব হিসেবে মধ্যপ্রদেশের ভুমিকা নিয়ে আলোচনা হয়। বিশিষ্ট পরিচালক একতা কাপুর মধ্যপ্রদেশের একটি চলচ্চিত্র ও পর্যটন নীতি প্রকাশ করেন। চলচ্চিত্র নির্মাণের গন্তব্য হিসেবে মধ্যপরদেশের গুরুত্ব নিয়ে আলোচনা হয় এই অধিবেশনে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।