ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আধার আইনে ব্যবহারকারীদের স্বার্থকেই গুরুত্বের কেন্দ্রবিন্দুতে রাখা হবে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্টে মন্ত্রী বলেছেন, আধার আইন কার্যকর হওয়ার সময় আইনি দিকটি নিয়ে বেশ কিছু ফাঁকফোকর থাকলেও এখন সেগুলি পূরণ করা হয়েছে।
আধার আইনের আধুনিক সংস্করণ আনার উপর জোর দিয়ে শ্রী বৈষ্ণব বলেন, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে পরিবর্তন আনাই এই সরকারের লক্ষ্য।
Site Admin | April 10, 2025 9:10 AM
ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ২০২৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আধার আইনে ব্যবহারকারীদের স্বার্থকেই গুরুত্বের কেন্দ্রবিন্দুতে রাখা হবে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন।
