পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি আর গাভাই এর দেওয়া এই নির্দেশের ফলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আপাতত কোনো বাধা রইলো না বলে মনে করা হচ্ছে। নতুন সংরক্ষণ নীতি অনুযায়ী ওবিসি-এ এবং ওবিসি-বি নিয়ে যে ১৭% সংরক্ষণের তালিকা প্রস্তুত করেছিল, সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করতে আইনগত কোনো বাধা রইল না।
উল্লেখ্য, গত ৭ই আগস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ প্রস্তুত হওয়া মেধা তালিকা বাতিল করে ২০১০ সালের আগে ৬৬ টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন মেরিট লিস্ট তৈরি করার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে ডিভিশন বেঞ্চ এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।
আজকের এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবে মেডিকেল ও ডেন্টাল পাঠক্রমে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রেও তৈরি হওয়া সমস্যার সমাধান হল বলে মনে করা হচ্ছে।
এদিকে উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজই জয়েন্টের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।