জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা জানিয়েছেন, বিদেশ সফরে গিয়ে তার নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানের কথা সফলভাবে তুলে ধরেছে। উল্লেখ্য, অপারেশন সিন্দুর অভিযানের পর ভারতের তরফে সাংসদদের একাধিক সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। এমনই একটি দলের নেতৃত্ব দিয়েছেন সঞ্জয় ঝা। তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর সফর করেছে। শ্রী ঝা জানিয়েছেন, অপারেশন সিন্দুরের সাফল্যকে তুলে ধরে তাদের এই বিদেশ সফর সফল হয়েছে। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে এই বিষয়ে একটি রিপোর্টও তারা জমা দিয়েছেন।
Site Admin | June 11, 2025 1:09 PM
জেডি (ইউ) সাংসদ সঞ্জয় ঝা জানিয়েছেন, বিদেশ সফরে গিয়ে তার নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থানের কথা সফলভাবে তুলে ধরেছে।
