মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 26, 2025 8:45 PM

printer

জার্মানির শুলে আয়োজিত আই এস এস এফ শ্যুটিং বিশ্বকাপে ভারত আরো একটি সোনা পেয়েছে।

জার্মানির শুলে আয়োজিত আই এস এস এফ শ্যুটিং বিশ্বকাপে ভারত আরো একটি সোনা পেয়েছে। আজ মেয়েদের ২৫ মিটার পিস্তল বিভাগের ফাইনালে ৫ টি শটে ৩১ স্কোর সংগ্রহ করে ভারতের তেজস্বিনী চ্যাম্পিয়ন হন।

গতকাল আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে মিক্সড ইভেন্টে একটি রূপো ও ব্রোঞ্জ পদক পেয়েছে।   ভারতের নারায়েন প্রণব এবং খ্যাতি চৌধুরী জুটি রূপো পেয়েছে, হিমাংশু তালান এবং সম্ভাবী ক্ষীরসাগর জুটি ব্রোঞ্জ পেয়েছে। চীনের হুয়াং ইউটিং এবং হুয়াং লিয়ানলিন জুটি এই ইভেন্টে সোনা পেয়েছে। ভারত এই বিশ্বকাপে ৩টি সোনা, ৪টি রূপো ও ৪টি ব্রোঞ্জ সহ মোট ১১ টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন