জামাত-এ-ইসলামি নেতা এটিএম আজহারুল ইসলামকে আজ মুক্তি দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন তিনি। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় দেয়।
এটিএম আজহারুলের বিরুদ্ধে রংপুরে ১ হাজার ২৫৬ জনকে খুন, ১৭ জনকে অপহরণ ও ১৩ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ২০১৪ তাকে প্রাণদণ্ড দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এটিএম আজহারুল।