March 29, 2025 3:30 PM

printer

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রীয় বরাদ্দ পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় কেন্দ্রীয় বরাদ্দ পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের দেওয়া শর্ত মেনে নেওয়ায় এই অর্থ দেওয়া হচ্ছে বলে খবর। চলতি অর্থ বছর ও বকেয়া বরাদ্দ বাবদ মোট ৩৬১ কোটি টাকা দেওয়া হবে।
সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে আয়ুষ্মান আরোগ্য মন্দির নামে চিহ্নিত এবং সেগুলিকে নির্দিষ্ট রঙ করা এই দুই শর্ত দেওয়া হয়ে হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। পশ্চিমবঙ্গ সরকার সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র হিসেবে চিহ্নিত করার প্রস্তাব দেয় কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্র টা মেনে নিয়েছে বলে খবর।