জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ – এন সি ই আর টি, পাঠ্যপুস্তকের ভুয়ো সংস্করণ তৈরি, বিতরণ এবং বিক্রয়ে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এন সি ই আর টি, ৫ লক্ষেরও বেশি পাঠ্যপুস্তকের নকল কপি, বিপুল পরিমাণে এবং ২০ কোটি টাকারও বেশি মূল্যের যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে। এন সি ই আর টি, এই ধরনের নকল বইয়ের প্রকাশক, গুদাম মালিক এবং বিক্রেতাদের বিরুদ্ধে ২৯টি এফ আই আরও দায়ের করেছে। এক বিবৃতিতে, শিক্ষা মন্ত্রক জানিয়েছে, গত ১৪ মাস ধরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Site Admin | June 3, 2025 3:55 PM
জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ – এন সি ই আর টি, পাঠ্যপুস্তকের ভুয়ো সংস্করণ তৈরি, বিতরণ এবং বিক্রয়ে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
