April 26, 2025 9:11 AM

printer

জল শক্তি মন্ত্রী সি আর পাটিল  বলেছেন, ১৯৬০ সালে  পাকিস্তানের সঙ্গে সম্পাদিত সিন্ধু জল চুক্তি  বাতিল করার সরকারের  সিদ্ধান্ত ঐতিহাসিক ও সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং তা জাতীয় স্বার্থেই নেওয়া হয়েছে।

জল শক্তি মন্ত্রী সি আর পাটিল  বলেছেন, ১৯৬০ সালে  পাকিস্তানের সঙ্গে সম্পাদিত সিন্ধু জল চুক্তি  বাতিল করার সরকারের  সিদ্ধান্ত ঐতিহাসিক ও সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং তা জাতীয় স্বার্থেই নেওয়া হয়েছে। তিনি  গতকাল সাংবাদিকদের বলেন, সিন্ধু নদের এক ফোঁটা জলও যাতে পাকিস্তানে না পৌঁছয় সরকার তা নিশ্চিত করবে।  

 উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল  তাঁর নতুন দিল্লির বাসভবনে সিন্ধু জল চুক্তি নিয়ে যে  উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন তাতে যোগ দেন কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী । এ  ছাড়াও  ছিলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, সি আর পাটিল এবং বরিষ্ঠ সরকারি আধিকারিকরা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়।