জর্জিয়ার বাটুমিতে অনুষ্ঠিত এফআইডিই (FIDE) মহিলা দাবা বিশ্বকাপের শেষ চারে দেখা যাবে দুই ভারতীয়কে। আজ সেমি ফাইনালে দিব্যা দেশমুখ চিনের গ্র্যান্ড মাস্টার টান ঝোনগেই-এর মুখোমুখি হবেন। অন্যদিকে, কোনেরু হাম্পি খেলবেন চিনের আরেক গ্র্যান্ড মাস্টার লেই টিংজেই এর বিরুদ্ধে। প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছেন কনেরু হাম্পি।
Site Admin | July 22, 2025 1:52 PM
জর্জিয়ার বাটুমিতে অনুষ্ঠিত FIDE মহিলা দাবা বিশ্বকাপের শেষ চারে দেখা যাবে দুই ভারতীয়কে
