জম্মু – কাশ্মীরে প্রতিকূল আবহাওয়ার কারণে জম্মু বিভাগের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আবহাওয়া দফতরের আগাম সতর্কতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত জম্মু-কাশ্মীর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
Site Admin | August 18, 2025 5:01 PM
জম্মু – কাশ্মীরে প্রতিকূল আবহাওয়ার কারণে জম্মু বিভাগের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে
