মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2025 11:34 AM

printer

জম্মু-কাশ্মীরে পবিত্র অমরনাথের উদ্দেশে ৭ হাজার ২ শো ৮ জন তীর্থযাত্রীর পঞ্চম দলটি আজ সকালে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জম্মু-কাশ্মীরে পবিত্র অমরনাথের উদ্দেশে ৭ হাজার ২ শো ৮ জন তীর্থযাত্রীর পঞ্চম দলটি আজ সকালে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই দলে ৫ হাজার ২ শো ৫৮ জন পুরুষ, ১ হাজার ৫ শো ৮৭ জন মহিলা, ৩০ জন শিশু রয়েছে।

এই দলটির মধ্যে ৩ হাজার ১ শো ৯৯ জন তীর্থযাত্রী বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে এবং ৪ হাজার ৯ জন পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তাঁরা পবিত্র গুহা মন্দিরে পরবর্তী যাত্রার জন্য রওনা হবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন