জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। ভারতের এই কঠিন সময়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন তাঁরা ।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস দূরভাষে নরেন্দ্র মোদির সঙ্গে মতবিনিময় করেন। তিনি এই সন্ত্রাসবাদী হামলার কঠোর সমালোচনা করেন। মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম নিরীহ মানুষের প্রাণহানিতে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন দুটি দেশ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালাবে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও এই নারকীয় ঘটনার নিন্দা করেছেন ।
Site Admin | April 23, 2025 9:39 PM
জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করেছেন বিশ্ব নেতৃবৃন্দ।
