মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 28, 2025 12:19 PM

printer

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় জুথানা এলাকার সুফেইন বনাঞ্চলে গতরাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গী মারা পড়েছে।

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় জুথানা এলাকার সুফেইন বনাঞ্চলে গতরাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গী মারা পড়েছে। জঙ্গিদের দেহগুলি উদ্ধার করা হয়েছে।  প্রাণ হারিয়েছেন, তিন নিরাপত্তা কর্মী। পুলিশের এক ডেপুটি সুপারিন্টেন্ডেন এবং এক প্যারা কমান্ডো সহ আরও সাতজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে এক আধিকারিককে জম্মুর জি এম সি-তে,  অন্যজনকে কাঠুয়া জি এম সি-তে ভর্তি করা হয়েছে। প্যারা কমান্ডোকে বিমানে নিয়ে যাওয়া হয়েছে পাঠানকোটের সামরিক হাসপাতালে।

নিরাপত্তা বাহিনী গতকাল ভোরে তল্লাশি অভিযান চালানোর পর দু-পক্ষের এই সংঘর্ষ শুরু হয়। জঙ্গিদের ব্যাপক গুলিবর্ষণ চলতে থাকায় ওই এলাকায় আরও সেনা পাঠানো হয়। আজ সকালে আলো ফোঁটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী অভিযান আবার শুরু করে।

জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা নিহত নিরাপত্তা কর্মীদের স্মৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।   

এমাসের ২৩ তারিখ হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে সান্যাল গ্রামে পাঁচ জঙ্গির গতিবিধি নজরে আসে। তারপর থেকে চলতে থাকে তল্লাশি অভিযান। পুলিশের মহা নির্দেশক নলিন প্রভাত এবং অন্য বরিষ্ঠ আধিকারিকরা এই অভিযানের ওপর নজর রেখে চলেছেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।