জম্মু-কশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা-র পৌরোহিত্যে শ্রীনগরের রাজভবনে আজ এক নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে যোগ দেন সেনা প্রধান, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। উত্তরাঞ্চলীয় কমান্ডের জিওসি ইনসি লেফটেন্যান্ট জেনারেল এম ভি সুচিন্দ্র কুমার সেনাবাহিনীর উপ প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা এবং ফিফটিন কোড়ের জিওসি লেফটেন্যান্ট জেনারেল প্রশান্ত শ্রীবাস্তব বৈঠকে উপস্হিত ছিলেন। এর আগে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর পৌঁছলে সেনা বাহিনীর ফিফটিন কোরের জেনারেল অফিস, ভারতীয় ভূখন্ডে জঙ্গী কার্যকলাপের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ, সীমান্ত রেখা বরাবর পাকিস্তানি সেনাদের অস্ত্রবিরতি লঙ্ঘনের চেষ্টা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেনা প্রধানকে অবহিত করে।
সেনা প্রধান আজ বৈসরণ উপত্যকার জঙ্গি হামলার ঘটনাস্হলেও যান।