জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকায় একদল পর্যটকের উপর অজ্ঞাতপরিচয় জঙ্গি হামলায় বেশ কয়েকজন পর্যটক হতাহত হয়েছেন। তবে আহত ও নিহত পর্যটকদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতি আরও পরিষ্কার হওয়ার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। শ্রীনগরের সদর দফতর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে পহেলগাঁওয়ের বৈসারান জঙ্গলে এই হামলা হয়। আহতদের জেলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে।
জম্মু ও কাশ্মীর সরকার শ্রীনগর ও অনন্তনাগে পর্যটকদের জন্য চব্বিশ ঘন্টা জরুরি হেল্প ডেস্ক তৈরি করেছে। শ্রীনগরের এমার্জেন্সি কন্ট্রোল রুমের নাম্বার হল- ০১৯৪-২৪৫৭৫৪৩, ০১৯৪-২৪৮৩৬৫১ এবং এডিসি শ্রীনগরের হেল্পলাইন 7006058623।
জেলা প্রশাসন অনন্তনাগ কন্ট্রোল রুম হেল্পলাইন হল – 01932222337, 7780885759 9697982527 এবং 6006365245
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার নিন্দা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ ঘটনাকে মর্মান্তিক ও বেদনাদায়ক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি একটি কাপুরুষোচিত ও অমানবিক কাজ । রাষ্ট্রপতি বলেন, নিরপরাধ নাগরিকদের ওপর হামলা অত্যন্ত
ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। তিনি স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন এবং বলেছেন যে এই জঘন্য কাজের পিছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে এবং তাদের কোন ছাড় দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের অশুভ কর্মসূচি কখনই সফল হবে না। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এর আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাঁও সন্ত্রাসী হামলা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সমস্ত এজেন্সির সাথে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করতে ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছেছেন তিনি। পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কাপুরুষোচিত জঙ্গি কর্মকাণ্ডে জড়িতদের কোনরকম ছাড় দেওয়া হবে না।
জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন, সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। পহেলগাঁওয়ে ভর্তি আহতদের দ্রুত চিকিৎসা করার জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।