আজ করম পরব। জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের আদিম জনগোষ্ঠীর সবচেয়ে বড়ো উৎসব হলো-“করম পরব”। এই উৎসব মূলতঃ কৃষি ভিত্তিক। বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের প্রধানত জঙ্গলমহলের বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করছেন এলাকার কুড়মি সম্প্রদায়ের মানুষজন। সেই সঙ্গেই জঙ্গলমহলের ভূমি পুত্ররা যেমন কোল, কোড়া, ভূমিজ,সাঁওতাল, হো, মুন্ডা, মাঝি প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনও এই উৎসব শ্রদ্ধার সঙ্গে পালন করে।
আজ ভাদ্রমাসের একাদশী তিথিতে “করম পরব” অনুষ্ঠিত হয়। কুমারী মেয়েরা সারাদিন উপবাস থেকে জাওয়া নাচ ও গীতের মাধ্যমে, শস্য উৎপাদনের মঙ্গল কামনায় দিনটি করম দেবতার সংকল্পে নিবেদিত করে। মূলত, কৃষিকাজের প্রয়োজনে শষ্যবীজ সম্পর্কে সাম্যক জ্ঞান অর্জন; সেই সঙ্গেই অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে স্বচক্ষে পর্যবেক্ষণ করা এই পরবের অন্যতম উদ্দেশ্য।
রাজ্য সরকার এতদিন এই উত্সব উপলক্ষে আংশিক ছুটি ঘোষণা করলেও এবছর থেকে সর্বস্তরে ছুটি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী করম পরব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।