মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 6, 2025 10:51 AM

printer

ছত্তিশগড়ে শীর্ষ মাওবাদী নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর ওরফে নরসিমহা চলম ওরফে গৌতম, নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা পড়েছে।

ছত্তিশগড়ে শীর্ষ মাওবাদী নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর ওরফে নরসিমহা চলম ওরফে গৌতম, নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা পড়েছে।

 পুলিশের ডিআইজি কামালোচন কাশ্যপ জানিয়েছেন সুধাকরের মাথার দাম ধার্য ছিল, এক কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের চিন্তাপালুদি গ্রামের বাসিন্দা সুধাকর, গত ৩ দশক যাবত  নকশাল কার্যকলাপে সক্রিয় ছিল। মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় একাধিক মামলায় তার খোঁজ চলছিল।

 ডিআইজি কাশ্যপ জানিয়েছেন, বিজাপুরের মাদ অঞ্চলের প্রত্যন্ত এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবরের ভিত্তিতে জেলা সংরক্ষিত গার্ড-ডিআরজি এবং এস জি এফ-এর যৌথ দল অভিযান চালায়। এলাকা ঘিরে ফেলে অভিযান চালানোর ফলে নিরাপত্তা বাহিনীর শেষ পর্যন্ত সাফল্য মিলেছে। তিনি জানান, এলাকায় তল্লাশি অভিযান চলছে। 

ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন