ছত্তিশগড়ের সুকমা জেলায় গতকাল ন’জন মহিলা সহ ২০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদের বিরুদ্ধে তেত্রিশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
সি আর পি এফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজেশ কুমার পান্ডে, পুলিশ সুপার কিরণ চবন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সুকমার পুলিশ সুপারের কার্যালয়ে এই মাওবাদীরা আত্মসমর্পণ করে।
পুলিশ সুপার কিরণ চবন জানিয়েছেন যে আত্মসমর্পণকারী মাওবাদীরা বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।