চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক পাঁচ দিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন। তাঁর সঙ্গে আসছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক প্রতিনিধিরা। রাষ্ট্রপতি বরিকের এটিই প্রথম ভারত সফর।
সফরকালে রাষ্ট্রপতি বরিক, আজ অপরাহ্ণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ভারত চিলি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। তাঁর সম্মানে আজ একটি ভোজ সভার আয়োজন হবে। আগামী ৫ তারিখ চিলি ফিরে যাওয়ার আগে রাষ্ট্রপতি বরিক আগ্রা, মুম্বাই, বেঙ্গালুরু সফর করবেন। মুম্বাই এবং বেঙ্গালুরুতে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন স্টারট আপস ও উদ্ভাবক ও প্রযুক্তিবিদ দের সঙতে দেখা করবেন।