April 21, 2025 9:43 AM

printer

চারদিনের ভারত সফরে আজ নতুনদিল্লি আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

চারদিনের ভারত সফরে আজ নতুনদিল্লি আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স এবং মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা। 

আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বৈঠকে বসবেন।  দিল্লিতে আরো নানা কর্মসূচি রয়েছে তাঁর।  স্ত্রী এবং  পুত্র কন্যাদের নিয়ে জয়পুর এবং আগ্রাও ঘুরে দেখবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তার এবং এবছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় জারি হওয়া যৌথ বিবৃতিতে  উল্লেখিত বিষয়গুলির রূপায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।