গ্রাহক হয়রানি বন্ধ করতে ব্যাংকগুলিকে নির্দেশ দিল রাজ্য সরকার। নবান্নে গতকাল মুখ্য সচিব মনোজ পন্থ রাজ্যস্তরের ব্যাংকার্স কমিটি সঙ্গে এনিয়ে এক বৈঠক করেন। প্রশাসনের তরফে বৈঠকে বলা হয়েছে, অনেক গ্রাহক-ই ব্যাংকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে গেলে তাদের নানা আর্থিক প্রকল্পের কথা বলা হচ্ছে। এরফলে তারা সমস্যায় পড়ছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা সুনিশ্চিত করতে বলা হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।
Site Admin | August 20, 2025 12:09 PM
গ্রাহক হয়রানি বন্ধ করতে ব্যাংকগুলিকে নির্দেশ দিল রাজ্য সরকার
