গুজরাতের ভদোদরায় গম্ভীরা সেতু দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫। জেলা শাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন, আজ আরো তিনজনের দেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ অন্তত ৪ জন। মাহী নদীর ওই দুর্ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার পর্যন্ত জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশী অভিযান চালাচ্ছে।
এদিকে, দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট আজ সন্ধ্যের মধ্যে রাজ্য সরকারের লাছে জমা পড়বে। এই ঘটনায় দোষী আধিকারিকদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।