কংগ্রেস সংসদ শশী থারুরের নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল গতকাল গায়না পৌঁছেছে। চেড্ডি জগন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলটি পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরতেই এই সফর। ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে।
গায়নার উপরাষ্ট্রপতি জগদেও’র সঙ্গে ডক্টর শশী থারুর সাক্ষাত করেন। পরে শ্রী থারুর বলেন, গায়নার উপ রাষ্ট্রপতি, সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছেন।
এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠির) সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে অপর প্রতিনিধি দলটি কাতারের অগ্রণী সংবাদপত্রগুলির সম্পাদকদের সঙ্গে আলোচনা সভায় মিলিত হন। প্রতিনিধিদলটি আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত মধ্যপ্রাচ্য কাউন্সিলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স অবস্থান তুলে ধরে। কাতারের উপাধক্ষ্য হামাদ আল সুলাইতির সঙ্গেও প্রতিনিধিদলের সদস্যরা মিলিত হন।
বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডের নেতৃত্বাধীন অপর প্রতিনিধিদলটি আজ এবং আগামীকাল কুয়েত সফর করবে।এর আগে বাহারিনে, সেদেশের উপ প্রধানমন্ত্রী শেখ খালেদ বিন আবদুল্লা আল খালিফার সঙ্গে সাক্ষাত করে, সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের অবস্থান তুলে ধরা হয়।
দক্ষিণ কোরিয়া সফররত জে ডি ইউ সাংসদ সঞ্জয় ঝা’র নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি,নরেন্দ্র মোদি সরকারে অবস্থান তুলে ধরে।
ডিএমকে সাংসদ কানিমোড়ি’র নেতৃত্বে অপর একটি প্রতিনিধিদল স্লোভানিয়ায় পৌঁছেছে।