গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছে সুস্পষ্ট নিম্নচাপ রুপে অবস্থান করছে। ক্রমশ এটি শক্তি হারিয়ে পূর্ব উত্তর প্রদেশের দিকে অগ্রসর হতে থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর প্রভাবে আজ রাজ্যের পশ্চিমের জেলাগুলি মূলত পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ ও নদীয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে কলকাতা সহ দক্ষিণের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত প্রধানত হালকা বৃষ্টি। তাপমাত্রা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই।
Site Admin | July 15, 2025 9:57 PM
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে উত্তর ঝাড়খন্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছে সুস্পষ্ট নিম্নচাপ রুপে অবস্থান করছে।
