মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 9, 2025 8:59 AM

printer

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট  নিম্নচাপ, ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খন্ডের দিকে অগ্রসর হচ্ছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট  নিম্নচাপ, ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খন্ডের দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ এবং আগামীকাল’ও  দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে, আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন।

নিম্নচাপের প্রভাবে, উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। মৎসজীবিদের আজ’ও  সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে।  

এদিকে, একটানা বৃষ্টিতে কলকাতা ও আশেপাশের এলাকায় জনজীবন ব্যহত। বিভিন্ন স্থানে জল জমে থাকায় বেড়েছে দুর্ভোগ। কলকাতায় আজ সকাল সাড়ে ছ’টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৫০ দশমিক ৮’ মিলিমিটার। তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮’ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ২’ডিগ্রি কম। গতকাল সব্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন