দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে চেন্নাই সুপার কিংস কে হারিয়ে দিয়েছে। রাজস্থান টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠায়। চেন্নাই ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলে।
আয়ুশ মাত্রে ৪৩ , দেওয়ালড ব্রেভিস ৪২ , শিবম দুবে ৩৯ রান করেন। রাজস্থানের হয়ে আকাশ মাধওয়াল, যুধভির সিং তিনটি করে উইকেট নেন। ১৮৮রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ৪ উইকেট হারিয়ে ১৭ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায়।
বৈভব সূর্যবংশী অং অধিনায়ক সঞ্জু স্যামসন ৩১, যশস্বী জয়সওয়াল ৩৬ রান করেন। চেন্নাইয়ের হয়ে রবিচন্দ্রন অশ্বিন দুটি উইকেট নেন। আকাশ মাধওয়াল ম্যাচের সেরা হয়েছেন। রাজস্থান ১৪ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে, চেন্নাই ১৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে দশ দলের লিগে সবশেষেই রইলো।