কোভিডের নতুন প্রজাতি নিয়ে ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন আইসিএমআর-এর ডিজি ডঃ রাজীব বাহল। সোমবার তিনি বলেছেন, কোভিড-১৯ এর এই নতুন প্রজাতি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। শুধু সতর্ক থাকতে হবে।
আইসিএমআর ডিজি আরও বলেছেন, প্রাথমিক সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা এখনই বর্ধিত সতর্কতার কথা বলছি না। তবে যদি কেউ ক্যান্সার রোগী হন অথবা তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা থাকে, তাহলে সাধারণত তাঁদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।