October 29, 2024 10:56 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীতে ‘Run for Unity’ বা একতা দৌড়ের সূচনা করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লীতে ‘Run for Unity’ বা একতা দৌড়ের সূচনা করেছেন। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে দৌড় শুরুর সঙ্কেত দিয়ে শ্রী শাহ বলেন, এই একতা দৌড় শুধুমাত্র  ভারতকে  ঐক্যবদ্ধ করে তোলার প্রয়াস নয়। বিকশিত ভারতের একতার সঙ্কল্প এই দৌড়। সর্দার  বল্লভ ভাই প্যাটেলের অবদানের কথা স্মরন করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বিভিন্ন রাজাদের ছোট  ছোট রাজ্যকে  সংযুক্ত  করে এই  রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে তার গুরুত্ব অপরিসীম