মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2025 9:53 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ জাতীয় রাজধানীতে ২ দিন ব্যাপী সর্ব ভারতীয় অধ্যক্ষ সম্মেলনের সূচনা করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লি বিধানসভায় দু দিন ব্যাপী  সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। দেশের প্রথম নির্বাচিত স্পিকার হিসেবে বিঠলভাই প্যাটেলের কেন্দ্রীয় আইনসভার অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ২৯টি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং ছ’টি রাজ্যের বিধান পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এই সম্মেলনে যোগ দেবেন।

দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা জানিয়েছেন স্বাধীনতা সংগ্রামে বিঠলভাই প্যাটেলের জীবন, সংসদীয় অবদান এবং ভূমিকার উপর ভিত্তি করে একটি প্রদর্শনী, একটি বিশেষ তথ্যচিত্র এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। তিনি আরও জানান যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে প্রধান বক্তাদের মধ্যে রয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং; কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কিরেন রিজিজু; লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার; দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।