কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল মাধ্যমে গতকাল গুজরাটের সানন্দ বিধানসভা কেন্দ্রে ৬৬ কোটি টাকা মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শ্রী শাহ বলেন, ২০২৯ সালের মধ্যে সানন্দের সবকটি গ্রামে জল সরবরাহ, উন্নত রাস্তা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং বনসৃজন সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ধোলেরা বিশেষ বিনিয়োগ অঞ্চল চালু হয়ে, সানন্দের আশেপাশে শিল্প উন্নয়ন প্রকল্পগুলি সম্পন্ন হলে, সানন্দ গুজরাটের সবচেয়ে শিল্পোন্নত এলাকা হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেন তিনি। শ্রী শাহ উল্লেখ করেন, সানন্দ বিধানসভা কেন্দ্রে সিএসআর উদ্যোগের মাধ্যমে প্রায় ১ শো ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে এবং শিল্পপতিদের সঙ্গে সাম্প্রতিক আলোচনার ভিত্তিতে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামোও তৈরি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী গ্রাম, স্কুল এবং পৌরসভার খোলা জায়গায় গাছ লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক পেড় মা কে নাম’ অভিযানে অংশগ্রহণের জন্য সর্ব সাধারণের কাছে আবেদন করেন।