মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 14, 2025 9:28 PM

printer

কেন্দ্রীয় সরকার চলতি আর্থিক বর্ষে পাটের নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) কুইন্টাল প্রতি ৫৬৫০ টাকা ধার্য করেছে।

কেন্দ্রীয় সরকার চলতি আর্থিক বর্ষে পাটের নূন্যতম সহায়ক মূল্য (এমএসপি) কুইন্টাল প্রতি ৫৬৫০ টাকা ধার্য করেছে। আগামী পয়লা জুলাই থেকে পাট সংগ্রহের কাজ শুরু হবে। কলকাতার প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক সম্মেলনে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার জলি একথা জানান। তিনি বলেন, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া গত আর্থিক বর্ষে ৫ লক্ষ কুইন্টালের বেশি কাঁচা পাট কিনেছে। যার সহায়ক মূল্য ২৫২ কোটি টাকার বেশি। তিনি আরও জানিয়েছেন, বাজারে পাটের চাহিদা কম থাকলে কৃষকেরা লোকসানে বিক্রি না করে তা জুট কর্পোরেশনের কাছে নূন্যতম সহায়ক মূল্যেই বিক্রি করতে পারবেন। তবে এখনও পর্যন্ত পাটের বাজারমূল্য এমএসপি-এর থেকে বেশিই রয়েছে বলে তিনি জানিয়েছেন।
গত বছর পাটের নূন্যতম সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ৫৩৩৫ টাকা। এবছর সেটি কুইন্টাল প্রতি ৩১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাটের মিডল গ্রেড বা টিডি-3 এর ভিত্তিতে নির্ধারিত এই নূন্যতম সহায়ক মূল্য বলবৎ হবে ১লা জুলাই থেকে।
উল্লেখ্য, সংস্থার তরফে পাটচাষিদের সুবিধার্থে “Paat-Mitro” নামক একটি অ্যাপ চালু করা হয়েছে। যার মাধ্যমে নিকটবর্তী জেসিআই সেন্টার থেকে শুরু করে পাটের নূন্যতম সহায়ক মূল্য সহ পাটচাষ সংক্রান্ত আরো নানা তথ্য জানা যাবে।
 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।